reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মার্চ, ২০২৪

হামাসের ৫০ যোদ্ধাকে ‘হত্যা’

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় হামাসের ৫০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করছে ইসরায়েল। মঙ্গলবার (১৯ মার্চ) ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকার শিফা হাসপাতালে ইসরায়েলি সেনাদের অভিযানে তাদের হত্যা করা হয়।

সোমবার ((১৮ মার্চ) সকালে সেখানে হামলা শুরু করেছিল তারা। এই অভিযান এখনও চলছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

আইডিএফ বলছে, অভিযানে এ পর্যন্ত প্রায় ১৮০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে সোমবার ২০০ জন সন্দেহভাজনকে আটক করার কথা জানিয়েছিল তারা। আটককৃতদের মধ্য থেকে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, মধ্য গাজায় সোমবার বেশ কয়েকজন হামাস সদস্যকে হত্যার করার দাবি করেছে ইসরায়েলের সেনারা। আইডিএফ বলছে, একটি ঘটনায় সেনারা এক বন্দুকধারীকে তাদের দিকে গুলি ছুড়তে দেখে। তখনই ওই বন্দুকধারীর দিকে ইসরায়েলি সেনারা পাল্টা গুলি ছোড়লে সে নিহত হয়।

গাজা উপত্যকায় সাম্প্রতিক কয়েকটি হামলার ফুটেজও প্রকাশ করেছে আইডিএফ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিলিস্তিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close