reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মার্চ, ২০২৩

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

ছবি : সংগৃহীত

ভারতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার মান্দালার কাছে এ দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টারটি সকাল ৯টায় পশ্চিম কামেং জেলার সাঙ্গি গ্রাম থেকে উড্ডয়ন করে আসামের সোনিতপুর জেলার মিসামারির দিকে যাচ্ছিল।

বিধ্বস্ত হেলিকপ্টারের দুই পাইলট ছিলেন। তারা হলেন- লেফটেন্যান্ট কর্নেল ভিভিবি রেড্ডি ও মেজর জয়ন্ত। প্রথমে তারা নিখোঁজ বলে দেশটির সেনাবাহিনী জানায়। পরে তারা দুজনই এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করে সেনাবাহিনী।

এক বিবৃতিতে ভারতীয় সামরিক বাহিনী বলেছে, সামরিক ওই হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে ভারতীয় সামরিক বাহিনীর অনুসন্ধানকারী পাঁচটি দল, সশস্ত্র সীমা বল এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) মোতায়েন করা হয়। পরে মান্দালার পূর্ব বাংলাজাপ গ্রামের কাছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,সেনাবাহিনী,অরুণাচল প্রদেশ,পশ্চিম কামেং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close