reporterঅনলাইন ডেস্ক
  ১১ মে, ২০২২

ইরান সফরে যাচ্ছেন কাতারের আমির

ছবি : সংগৃহীত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি ইরান সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (১২ মে) তার এ সফরে যাওয়ার কথা রয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি-আমিরাতের আপত্তি উপেক্ষা করেই ইরানের সঙ্গে সব ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা করে আসছে কাতার। গত জানুয়ারিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি তেহরান সফর করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা এবং ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পর জার্মানি, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো সফর করবেন কাতারের আমির।

২০১৭ সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য সম্পর্ক ছিন্ন করাসহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরবসহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার।

ওই সময় অবরোধ প্রত্যাহারের জন্য ১৩টি শর্ত জুড়ে দেওয়া হল কাতারের সামনে। তুরস্ক এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি তুলে নেওয়া এবং আলজাজিরা টেলিভিশন বন্ধ করা ছিল তাদের মধ্যে অন্যতম।

তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো তুরস্ক ও ইরানের সঙ্গে নিয়মিত সম্পর্ক রক্ষা করেছে কাতার। ২০২১ সালের শুরুর দিকে অবরোধ প্রত্যাহার করে কাতারের সঙ্গে দ্বন্দ্ব মেটানোর চুক্তি করে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাতার,আল সানি,ইরান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close