reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০২১

ইরাক জয়ের পথে মুকতাদা আল সদর 

ছবিঃ ইন্টারনেট

ইরাকের রাষ্ট্র ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন শিয়া নেতা মুকতাদা আল সদরের দল। পার্লামেন্ট নির্বাচনে ভরাডুবি হয়েছে ইরান সমর্থিত ফাতাহ অ্যালায়েন্সের। প্রাথমিক ভোট গণনা শেষে, ৯৪ ভাগ ভোট তার দলের পক্ষে পড়েছে। এর মধ্যে ১৮ প্রদেশে ভোট গণনায় এগিয়ে আছেন আল সদরের দল। খবর আলজাজিরার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুকতাদা আল সদরের দলের এখন পর্যন্ত ৭৩টি আসনে জয়লাভের পথে রয়েছে। অন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলোও একই তথ্য জানিয়েছে।
সূত্রমতে, নির্বাচনে মাত্র ৪১ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। ধারণা করা হচ্ছিল মোট ৩২৯ আসনের ইরাকি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কোনো দলই। হাদি আল আমেরির নেতৃত্বাধীন ফাতাহ অ্যালায়েন্সের প্রার্থীরা বেশিরভাগ আসনেই সদরের দলের কাছে পরাস্ত হওয়ার পথে। 
এর আগে, ২০১৮ সালে ৭০ আসনে জয় পেয়েছিলো আল সদরের দল। 
প্রসঙ্গত, ২০১৯ সালে ব্যাপক গণবিক্ষোভে সরকার পতনের পর নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই রোববারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর সাধারণ মানুষের মারাত্মক ক্ষোভ রয়েছে। 

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইরাক নির্বচন,মুকতাদা আল সদর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close