reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০২১

একদিনে ১৫ হাজার মৃত্যুর রেকর্ড

মহামারি করোনা যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এই প্রাণঘাতী ভাইরাসে গত একদিনে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৩৫৩ জন।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগী ৯ কোটি ২০ লাখ ৬ হাজার ১৬৩ জন, মারা গেছেন ১৯ লাখ ৭০ হাজার ৩০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জনের। মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে আক্রান্ত ১ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৮১৬ জন। মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনা শনাক্ত ৮১ লাখ ৯৫ হাজার ৬৩৭ জনের। মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৭২৬ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। বাংলাদেশের অবস্থান ২৭তম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুর রেকর্ড,মহামারি,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close