পার্থ মুখোপাধ্যায়

  ৩০ মে, ২০২০

ভারতে ৩০ জুনের মধ্যে লকডাউন তোলার সিদ্ধান্ত

ভারতে ৩০ জুনের মধ্যে ধাপে ধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। তবে এর বাইরে রাখা হচ্ছে কনটেনমেন্ট জোনকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, কনটেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় ধাপে ধাপে খুলে দেওয়া হবে সব কিছু। কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে অন্তত ৩০ জুন পর্যন্ত।

কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুন থেকে রাতের কারফিউ কমছে। সন্ধ্যা ৭টার বদলে কারফিউ শুরু হবে রাত ৯টায়। চলবে ভোর ৫টা পর্যন্ত। এই সময়ে সাধারণ মানুষের চলাচলের উপরে বিধিনিষেধ জারি থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না।

প্রথম ধাপে কনটেনমেন্ট জোনের বাইরে ৮ জুন থেকে খোলা যাবে ধর্মীয় স্থান, বেসরকারি অফিস, হোটেল-রেস্তোরাঁ ও শপিংমল। তবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে কঠোরভাবে। দ্বিতীয় ধাপে খোলা যাবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার। তবে রাজ্য সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে। তারপর জুলাই মাসে এসব প্রতিষ্ঠান খোলা যেতে পারে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকা অনুসারে, স্বাস্থ্য মন্ত্রক স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর তৈরি করে দেবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লকডাউন,ভারত,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close