reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২০

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ

কাতারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ।

মঙ্গলবার এক অধ্যাদেশে শেখ খালিদকে নিয়োগ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। কাতার নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ওই প্রতিবেদনের বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খালিফা আল-থানির পদত্যাগপত্র গ্রহণ করেন আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। এরপর এক অধ্যাদেশে আব্দুল্লাহ বিন নাসেরের স্থলাভিষিক্ত হন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ।

তবে প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগের কোনও কারণ এখনও জানা যায়নি।

আমিরের উপস্থিতিতে কাতারের নতুন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ।

এর আগে ২০১৩ সালের ২৬ জুন কাতারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাতার,প্রধানমন্ত্রী,কাতারের প্রধানমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close