reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০১৯

ভারি বর্ষণে ওয়াশিংটন ডিসি প্লাবিত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে। পানিতে আটকা পড়েছেন রাজধানীর অনেক বাসিন্দা। বন্যার পানি দেখা গেছে হোয়াইট হাউজেও।

স্থানীয় সময় সকাল ৯–১০টার মধ্যে, মাত্র এক ঘণ্টায় রেকর্ড ৮.‌৪ সেন্টিমিটার বৃষ্টি হয় ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিসের তথ্য মতে, এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে ১৯৫৮ সালে ৫.‌৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল ওয়াশিংটনে। খবর রয়টার্সের

ওয়াশিংটনের বিভিন্ন রাস্তা পানিতে ডুবে যাওয়ায় গাড়ি নিয়ে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। ইতোমধ্যে ১৫ জন গাড়িচালকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে পানি ঢুকেছে হোয়াইট হাউজেও। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের পশ্চিম দিকে অবস্থিত ভূগর্ভস্থ ঘরে পানি চুইয়ে পড়েছে। ওই ঘরটি হোয়াইট হাউজের মিডিয়া ব্রিফিং রুম। হোয়াইট হাউসের কর্মীরা তাদের দফতরের পানিতে ভাসা কার্পেটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

প্রবল বৃষ্টির মধ্যে নগরবাসীকে সতর্ক করে বার্তা দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়াশিংটন ডিসি,যুক্তরাষ্ট্র,ভারি বর্ষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close