reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০১৯

রোহিঙ্গা হত্যাকারী ৭ সেনাকে মুক্তি দিল মিয়ানমার

২০১৭ সালে রাখাইনের একটি গ্রামে নিরপরাধ ১০ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমকে লাইন ধরে বসিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যার দায়ে ১০ বছরের জেল হয় মিয়ানমারের ৭ সেনা সদস্যের।

কিন্তু এক বছর না যেতেই কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়েছে।এ নিয়ে নিন্দার ঝড় বইছে সারাবিশ্বে। খবর রয়টার্সের।

যদিও ওই নৃশংসতার অনুসন্ধানী খবর প্রকাশ করায় রয়টার্সের দুই সাংবাদিককে কথিত সরকারি গোপন তথ্যফাঁসের দায়ে মিথ্যা মামলা দিয়ে ৭ বছরের কারাদণ্ড দেয় মিয়ানমার সরকার।

পরে অবশ্য আন্তর্জাতিক চাপের মুখে ১৬ মাস অবৈধভাবে আটক রাখার পর গত ৬ মে ওয়া লোন এবং কেয়াও সোয়েও নামে রয়টার্সের ওই সাংবাদিকদের রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হয়।

অন্যদিকে রাখাইনের ইন দিন গ্রামে বর্বরতা চালানো সেই সেনা সদস্যদের গত বছরের নভেম্বরেই কারাগার থেকে মুক্তি দেয়া হয়। তবে বিষয়টি চেপে রেখেছিল দেশটির সরকার। সেনাবাহিনীর চাপে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় মিয়ানমার।

সস্প্রতি রাখাইনের সেই কারাগারের দুই কারারক্ষী ওই সেনা সদস্যদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিয়ানমার,রোহিঙ্গা,সেনা সদস্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close