reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০১৮

যুবরাজ সালমানের সঙ্গে খাশোগির ২ পুত্রের সাক্ষাৎ!

তুরস্কের সৌদি কনস্যুলেটে গত ২ অক্টোবর খুন হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। খাশোগিকে খুনের কথা স্বীকারের পর গতকাল মঙ্গলবার জামাল খাশোগির ২ ছেলেকে ডেকে নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খাশোগির মৃত্যুতে শোক জানিয়েছেন তারা।

জানা গেছে, খাশোগির ২ পুত্র সালাহ এবং সাহেলকে অভ্যর্থনা জানিয়েছেন বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এদিকে, এ ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম টুইটারে নিন্দার ঝড় উঠেছে।

এদিকে, ক্রাউন প্রিন্সের ডাকে সাড়া দেওয়ায় খাশোগির পুত্রদের ব্যাপক সমালোচনা করছেন বিশ্বমিডিয়া।

সৌদি যুবরাজ সালমানের কট্টর সমালোচক ছিলেন জামাল খাশোগি। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা প্রথিতযশা ওই সাংবাদিক তার তুরস্কের বান্ধবীকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে যান। কিন্তু সেখান থেকে তিনি আর ফিরে আসেননি।

শুরু থেকে তুরস্ক দাবি করেছিল, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতর সৌদির চররা হত্যা করে লাশ টুকরো টুকরো করে ফেলে দিয়েছে কোথাও। কিন্তু সৌদি সরকার তা অস্বীকার করে আসছিল। কিন্তু আন্তর্জাতিক চাপে অবশেষে ১৭ দিন পর গত ১৯ অক্টোবর সৌদি সরকার এক বিবৃতিতে কনস্যুলেট ভবনের ভেতরই হত্যার বিষয়টি স্বীকার করে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামাল খাশোগি,যুবরাজ মোহাম্মদ বিন সালমান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close