reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০১৮

নাইজেরিয়ায় কৃষক-পশুপালক সংঘর্ষে নিহত ৮৬

নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন। দেশটির কেন্দ্রে প্লেটো রাজ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

কিছু প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার নৃগোষ্ঠী বেরম কৃষকরা নৃগোষ্ঠী ফুলানি পশুপালকদের আক্রমণ করে পাঁচজনকে হত্যা করলে সংঘর্ষ শুরু হয়। শনিবার ফুলানি পশুপালকরা এর জবাব দিলে ভয়াবহ এ হতাহতের ঘটনা ঘটে। ওই অঞ্চলে ভূমি নিয়ে বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে বহু দশক ধরে নৃশংস সংঘর্ষের ইতিহাস রয়েছে।

শনিবারের ঘটনার পর ওই রাজ্যের তিনটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। রাজ্য পুলিশ কমিশনার উনদেই আদেই জানান, রক্তক্ষয়ী ওই সংঘর্ষের পর এক অনুসন্ধানে দেখা যায়, কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ছয়জন। তিনি জানান, সংঘর্ষের সময় ৫০ ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়। এছাড়া, ১৫ মোটরসাইকেল ও দুটি গাড়িও পুড়িয়ে দেয়া হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাইজেরিয়া,সংঘর্ষ,কৃষক-পশুপালক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist