reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০১৮

জেনেভায় বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭১ তম সম্মেলন

সুইজারল্যান্ডের জেনেভা শহরে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭১ তম সম্মেলন। জাতিসংঘ্য ভবনের সম্মেলন হলে ৭১ তম স্বাস্থ্য সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন অধিবেশনের সূচি নির্ধারিত রয়েছে। সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সম্মেলনের শুভ উদ্বোধন করবেন। জেনেভা ঘোষণার মধ্যদিয়ে এই সম্মেলন শেষ হবে আগামী ২৬মে। এরপর আরও দুদিন চলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্য নির্বাহী কমিটির সভা। এ আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি দল অংশ গ্রহণ করতে জেনেভায় এসে পৌঁছেছে।

প্রতিনিধি দলের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, বাংলাদেশে চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এসকে রায়, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়াম্যান ডা. দিলীপ রায় সভায় অংশ গ্রহণ করেছেন।

সভায় বিশ্বে অসংক্রমিতরোগ প্রতিরোধ সচেতনতা সৃষ্টি, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ নাসিম এ সব বিষয়ে দেশের পরিস্থিতি ও অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন। এছাড়া বাংলাদেশের প্রতিনিধি দল বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে প্রতিদিনই নির্দিষ্ট অধিবেশনগুলোতে অংশ নিবেন। উদ্বোধনী দিনে অন্যান্য দেশের মত বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সম্মেলন,বিশ্ব স্বাস্থ্য সংস্থা,জেনেভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist