reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০১৮

মার্কিন দূতাবাস স্থাপন : গাজায় সংঘর্ষে নিহত ৫৫

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরবিরোধী বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৫ ছাড়িয়েছে। এ সময় ইসরাইলের আগ্নেয়াস্ত্র ও কাঁদানে গ্যাসের আঘাতে আরও প্রায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের স্মরণে মঙ্গলবার থেকে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরাইলি সীমান্তসংলগ্ন এলাকায় ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকাল থেকেই ফিলিস্তিনিরা জড়ো হন। এই বিক্ষোভে প্রায় লাখ খানেক ফিলিস্তিনি অংশ নেন। এ সময় তারা সীমান্ত বেড়া ডিঙিয়ে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালায়।

১৯৪৮ সালের ১৫ মে হাজার হাজার ফিলিস্তিনিকে নিজ বাড়িঘর থেকে উচ্ছেদ করে ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ফিলিস্তিনিরা দিনটিকে ‘নাকবা’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকে। এবার নাকবা দিবসে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন ফিলিস্তিনিরা। গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ বাসিন্দা ওই ঘটনায় বিতাড়িত হয়ে নিজেদের মাতৃভূমি হারিয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মার্কিন দূতাবাস,গাজা,সংঘর্ষ,ফিলিস্তিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist