reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মার্চ, ২০১৮

হানিপ্রীতের যে শাস্তি হতে পারে

জেলে আছেন ধর্ষক গুরু গুরমিত রাম রহিম এখন। কিন্তু এখনও বিচারাধীন তার তথাকথিত পালিতা কন্যা হানিপ্রীত ইনসান ওরফে প্রিয়ঙ্কা তানেজা। হরিয়ানার পাঁচকুলায় হিংসা ছড়ানো, রাষ্ট্র-বিরোধী ষড়যন্ত্র ইত্যাদি অভিযোগ রয়েছে তার ওপর।

এ ব্যাপারে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে, সম্প্রতি হানিপ্রীতসহ ২২ জনকে পাঁচকুলার এক সেশন আদালতে হাজির করে হরিয়ানা পুলিশের বিশেষ অনুসন্ধানী দল।

হানিপ্রীতের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ১২১, ১২১-এ, ২৬১, ১৪৫, ১৫০, ১৫১, ১৫২, ১৫৩ এবং ১২০-বি ধারায় মামলা রুজু করা হয়েছে। এই সব অভিযোগ প্রমাণিত হলে হানিপ্রীতের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

রাম রহিমের জেলবাসের পরে বেশ কিছুদিন হানিপ্রীত গা ঢাকা দিয়েছিল। শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়। এক সময়ে রাম রহিমের সঙ্গে সে বিদেশে পালানোর পরিকল্পনা করেছিল বলেও জানা গেছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হানিপ্রীত,শাস্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist