জুবায়ের জুবিলী

  ০১ জুন, ২০২০

বুঝতে পারছি না কিছুই

এটা ভালো সিদ্ধান্ত হলো কিনা জানি না

আমি ভাবনার ঘূর্ণিপাকে হারিয়ে যাচ্ছি

বুঝতে পারছি না কিছুই

একবার মনে হচ্ছে ঠিক হয়নি এটি

আবার মনে হয় ঠিকইতো আছে

এই বন্দিত্বের অবসান হোক

আমি লড়াই করছি মনের সাথে অবিরাম

আছি এক দোদুল্যমানতায়

আবার চিন্তা হয়—

পরে যাচ্ছি কি নিরাপত্তাহীনতায়?

আত্মবিশ্বাসের অভাবও আছে নিজের মাঝে

আমি কি পারবো মেনে চলতে স্বাস্থ্যবিধি?

কর্মক্ষেত্রে সহকর্মী কি পারবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে?

কিভাবে যাবো পাবলিক বাসে?

এসব ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি

আমি করোনার ভয়াবহতা স্বচক্ষে দেখেছি

পাশের বাসার পরিচিত একটি পরিবার

সবাই আক্রান্ত হয়েছিল কোভিড ১৯-এ

তাদের রাত্রি-দিন অতিক্রান্ত হয়েছিল

কিযে এক দুঃসহ যন্ত্রণায়।

আবার মনে করি, এভাবে আর কতদিন

যা হয় হবে—যুদ্ধ হবে সরাসরি যুদ্ধ

হার্ড ইম্যুনিটি বাড়াই সবে

মরি কিংবা করোনাকে হারাই

আর পারছি না ঘরে থাকতে

কাজ করি নিজে বাঁচি দেশটাকেও বাঁচাই

সচল হোক অর্থনৈতিক কর্মকাণ্ড

না হয় সামনে আরেও সমূহবিপদ

হবে আরেক মনন্তর

আমি ভাবনার ঘুর্ণিপাকে হারিয়ে যাচ্ছি

বুঝতে পারছি না কিছুই কোনটা সঠিক

এই লকডাউন থাকা কিংবা না থাকায়।

লেখক : কবি, গল্পকার ও প্রাবন্ধিক [email protected]

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লকডাউন,করোনা,কোভিড ১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close