reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মে, ২০১৭

‘আল্লাহ মেহেরবান’ গানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘বস ২’র আল্লাহ মেহেরবান গানটি ইউটিউব থেকে সরাতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার গণমাধ্যমকে এই তথ্য জানালেন অ্যাডভোকেট হোজ্জাতুল ইসলাম। তিনি বলেন, গানটিতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে। তাই গানটি ইউটিউব থেকে তুলে নিতে নোটিশ পাঠানো হয়েছে। এদিকে মজার ব্যাপার হলো ইউটিউবে গানটিতে লাইকের থেকে ডিজলাইকই পড়েছে বেশি।

সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুল বাশারের পক্ষে বস-২ ছবির সঙ্গে সংশ্লিষ্ট ৭ জনকে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ৩ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। যাদের বিরুদ্ধে নোটিশ দেয়া হয়েছে তারা হলেন- জাজ মাল্টিমিডিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিব।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি বস-২। কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ, শুভশ্রী ও ঢালিউডের নুসরাত ফারিয়ার ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি ফারিয়া ও জিৎ অভিনীত গানটি ইউটিউবে মুক্তি পর সমালোচনার ঝড় ওঠে। রমজানের সময় এমন বিতর্কিত গান ইউটিউবে প্রচার করায় এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান আইনজীবী আবুল বাশার।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আল্লাহ মেহেরবান,আইনি নোটিশ,গান সরাতে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist