reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২৪

বিতর্কের মুখে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হলো নয়নতারার ‘অন্নপূর্ণী’

গত বছর ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রাখেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেন এই অভিনেত্রী। সুপার সাকসেস হওয়ার পর ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন নয়নতারা ৷

গত ১লা ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় নয়নতারার নতুন সিনেমা ‘অন্নপূর্ণী’। কিন্তু মুক্তির কয়েকদিন পরেই বির্তকে জড়ায় সিনেমাটি। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিও থেকে সরিয়ে নেয়া হয়েছে ‘অন্নপূর্ণী’।৷

সিনেমাটি নিয়ে বির্তকের শুরু সিনেমার বেশকিছু দৃশ্য নিয়ে। তার মধ্যে একটি হল রামের মাংস খাওয়ার দৃশ্য। এরপরেই বিশ্ব হিন্দু পরিষদের মুখ্যপাত্র শ্রীরাজ নাইয়ার তীব্র প্রতিবাদ জানান ৷ তিনি জি স্টুডিও ও সিনেমাটির নির্মাতাদের সতর্কীকরণ বার্তা দিয়ে শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার দাবি জানান৷ তারপরেই জি স্টুডিওর পক্ষ থেকে ক্ষমা চেয়ে চিঠি পাঠানো হয় বিশ্ব হিন্দু পরিষদের কাছে৷

চিঠিতে বলা হয়, আমরা বুঝতে পেরেছি ভুল কোথায় হয়েছে। আমরা কখনও কোনও নির্মাতার সৃজনশীলতায় হস্তক্ষেপ করি না। কিন্তু একইসঙ্গে কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাতও আমরা মেনে নেব না। তারা চিঠিতে আরও জানিয়েছে, সিনেমাটিকে অবিলম্বে ওটিটি থেকে সরাতে যা যা দরকার সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সিনেমাটির সহকারী নির্মাতাদের কাছেও ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের উদ্বেগের বিষয়টি সবিস্তারে তুলে ধরা হয়েছে।

একই সাথে বলে দেওয়া হয়েছে, যতক্ষণ না ওই বিশেষ অংশটিকে বাদ দেওয়া হচ্ছে, ততক্ষণ সিনেমাটি ওটিটি-তে ফের মুক্তি দেওয়া হবে না ৷ পাশাপাশি হিন্দু তথা ব্রাহ্মণদের কাছে ক্ষমা চেয়ে জি স্টুডিও জানিয়েছে, এই সিনেমার জন্য কারও যদি ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তাহলে তারা ক্ষমাপ্রার্থী।

উল্লেখ্য, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে ‘অন্নপূর্ণী’ প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ আইনি লড়াইয়ের পরে নেটফ্লিক্স ও জি স্টুডিও ওটিটি প্ল্যাটফর্ম থেকে নয়নতারার ‘অন্নপূর্ণী’ সরিয়ে নিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাওয়ান,নয়নতারা,অন্নপূর্ণী,নেটফ্লিক্স,ওটিটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close