reporterঅনলাইন ডেস্ক
  ০২ জানুয়ারি, ২০২৪

ভোট দিতে দেশে এলেন জয়া আহসান

দুই বাংলা দাপিয়ে কাজ করছেন জয়া আহসান। গত বছর বলিউডে পা রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে নাগরিক অধিকার ভুলে যাননি তিনি। ঠিকই চলে এলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ঢাকায় এসেছেন জয়া আহসান। তবে ভোট দেওয়ার পরই তিনি দেশের বাইরে যাবেন বলে সংবাদমাধ্যমকে জানান।

জয়া বলেন, ভোট নাগরিক অধিকার। একটি রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক ব্যক্তির ভোট দেওয়া কর্তব্য। আমি আমার কর্তব্যের জায়গা থেকে ভোট দিতে বাংলাদেশে এসেছি। ভোট প্রদানের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতেই আমার এই ইচ্ছা। ভোটের কয়েক দিন পরই আমি দেশের বাইরে চলে যাব।

আসছে ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘ভূতপরী’ সিনেমাটি। বেশ অনেক আগেই এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন জয়া। সব কাজ শেষ করে অপেক্ষা ছিল মুক্তির। অবশেষে সেই অপেক্ষা কাটছে। এ সিনেমার পরিচালক ভারতের সৌকর্য ঘোষাল। একই পরিচালকের 'ওসিডি' নামের ছবিতেও দেখা যাবে জয়াকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জয়া আহসান,বলিউড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close