reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

মিডিয়ায় নিয়মিত শরিফুল ইসলাম জয়

মিডিয়া জগতে নিয়মিত মুখ হয়ে উঠছেন শরিফুল ইসলাম জয়। সাংস্কৃতিক পরিবারে তার জন্ম, তাই ছোটবেলা থেকেই স্কুল-কলেজে, পাড়া-মহল্লায় এবং বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই সুবাধে একটা সময় নিজেও অভিনয় করতে শুরু করেন। স্বল্প পরিসরে শুরু হলেও এখন নিয়মিত কর্মব্যস্ততায় সময় কাটছে।

জয় অভিনয় করেছেন সরকারি বাজেটের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। সিনেমাটি পরিচালনা করেছেন হৃদি হক। সেই সঙ্গে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর প্রযোজনায় সচেতনতামূলক প্রামাণ্যচিত্র ‘গুজবে কান দেবেন না’-তে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। ডিএমপির সার্বিক সহযোগিতায় ‘কিশোর গ্যাং’ তার একটি উল্লেখযোগ্য ওয়েব সিরিজ।

এছাড়া বেশ কয়েকটি শর্ট ফিল্ম, গহীনে অন্ধকার, ডার্ক ফরেস্ট ইত্যাদিতে অভিনয় করেছেন। সেই সঙ্গে প্রাণ লেয়ার ও শালিমাবার-এ বিজ্ঞাপনে কাজ করেছেন। এখন ‘ঘুড্ডি’ টিমের নিয়মিত সদস্য হিসাবে কাজ করছেন। ঘুড্ডি প্রডাকশন হাউজের ইউটিউব চ্যানেল ঘুড্ডিতে তার কিছু স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র রয়েছে, যা বেশ প্রশংশা কুড়িয়েছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শরিফুল ইসলাম জয়,ঘুড্ডি,বিনোদন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close