reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০২২

সিনেমার আয়ের সমান অক্ষয়ের পারিশ্রমিক!

ছবি : সংগৃহীত

শিরোনাম শুনে চোখ কপালে উঠাই স্বাভাবিক। যেখানে ২০০ কোটি টাকা বলিউডের একেকটি সিনেমার পুরো আয়ের সমান। আর এই পরিমাণ অর্থ অক্ষয় কুমার একাই নিতে যাচ্ছেন!

আলোচিত সিনেমার নাম ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’। নির্মাণ করতে যাচ্ছেন আলী আব্বাস জাফর। আর এই সিনেমার জন্যই ১৭০ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন অক্ষয়। যা বাংলাদেশি মুদ্রায় ১৯৬ কোটি টাকারও বেশি।

একের পর এক হিট সিনেমা দিয়ে নিজেকে সফলতম তারকায় পরিণত করেছেন। করোনার ধাক্কায় যখন পুরো বলিউড বড় ধাক্কা খেয়েছে, তখন অক্ষয়ের ‘সূর্যবংশী’ সিনেমার মাধ্যমে ফিরে আসে প্রাণ। তাই স্বাভাবিকভাবেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন অভিনেতা।

শোনা যাচ্ছে, এই সিনেমার বাজেট হবে প্রায় ২৮০ কোটি রুপি। এতে অক্ষয়ের সঙ্গে থাকছেন তরুণ তারকা টাইগার শ্রফ। তিনিও নিচ্ছেন মোটা অংকের পারিশ্রমিক। তবে তার অংকটা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ নামে বলিউডে আরও একটি সিনেমা নির্মিত হয়েছিল। সেখানে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ। এটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। ওই সময় সিনেমাটি সুপারহিট হয়।

অক্ষয়-টাইগারের সিনেমাটি ওই সিনেমার রিমেক নয়, কেবল আগের নামটি নেওয়া হয়েছে। এটি নির্মিত হবে ধুন্ধুমার অ্যাকশন গল্পে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বলিউড,অক্ষয় কুমার,পারিশ্রমিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close