বিনোদন প্রতিবেদক

  ২৯ এপ্রিল, ২০১৮

উন্মুক্ত তাদের ‘রাস্তা’

এক ‘রাস্তা’র তিন কারিগর। রবিউল ইসলাম জীবন, জুয়েল মোর্শেদ ও পড়শী। তাদের যৌথ প্রচেষ্টায় তৈরি ‘রাস্তা’ এবার উন্মুক্ত হয়েছে। তবে এ রাস্তা সেই রাস্তা নয়, এটি হচ্ছে জনপ্রিয় গায়িকা পড়শীর নতুন গান। আর সেই গানের নামই ‘রাস্তা’।

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রকাশের পরেই গানটি দারুণ সাড়া ফেলেছে। এরইমধ্যে ‘রাস্তা’ উপভোগ করে ফেলেছেন চার লক্ষাধিক দর্শক। অচিরেই গানটি দারুণ সাফল্য পাবে বলে ধারণা করছেন সবাই।

পড়শী বলেন, গত এক বছর সিনেমার প্লেব্যাক ও স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলাম। তা ছাড়া বিদেশের কিছু কাজের ব্যাপারেও ব্যস্ততা ছিল। তাই নিজের একক গান বা মিউজিক ভিডিও করা হয়নি। অবশেষে ভক্তদের জন্য এ ‘রাস্তা’ উপহার দিলাম। আর তারাও বেশ ভালো সাড়া দিচ্ছেন। আশা করি এই ‘রাস্তা’ সবার ভালোবাসায় আরো অনেক দূর যাবে।

গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, গানটি লিখেছিলাম অনেক আগেই। এটা অডিও আকারে গত বছর প্রকাশ হয়েছিল। পড়শীর কণ্ঠে এটাই প্রথম রক গান। সে দারুণ গেয়েছে। আশা করি সবার ভালো লাগবে।

জুয়েল মোর্শেদ বলেন, গানটির কথাগুলো খুব সুন্দর। একটু রক ঘরানার সুর-সংগীত করেছি। পড়শীও ভালো গেয়েছে। আর ভিডিওটাও দারুণ লেগেছে আমার কাছে। দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে এই মিউজিক ভিডিওটি।

পিডিএসও/নেহাল/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাস্তা,মিউজিক ভিডিও,পড়শী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist