নোবিপ্রবি প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২১

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু নোবিপ্রবি শিক্ষার্থীর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নিজ বাসগৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার বেলা ১১টায় রিমা আক্তার নামে সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের ওই শিক্ষার্থী মারা যান। মৃতের সহপাঠী ও পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

রিমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। বেশকিছুদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন ওই শিক্ষার্থী। শেষ নিঃশ্বাস ত্যাগের আগপর্যন্ত করোনা উপসর্গ জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন বলে পরিবার সূত্র জানিয়েছে।

শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেন নোবিপ্রবি সমাজকর্ম বিভাগের শিক্ষক শেখ মারুফা নাবিলা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোবিপ্রবি,শিক্ষার্থীর মৃত্যু,করোনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close