ঢাবি প্রতিনিধি

  ০৯ জানুয়ারি, ২০২০

ধর্ষকের ফাঁসি চায় ঢাবি শিক্ষার্থীরা

ধর্ষকের অতিসত্বর ফাঁসি চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সারাদিন এই দাবিতে উত্তাল ক্যাম্পাস।

সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এসময় আশেপাশে গোল করে মানববেষ্টনী তৈরি করে নারী শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ধর্ষকের ফাঁসি দাবি করেন। এসময় তারা `আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই`, `আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই`, `স্বরাষ্ট্রনন্ত্রী, জবাব চাই` প্রভৃতি স্লোগানে মুখরিত করে তোলেন পুরো টিএসসি এলাকা।

এদিকে ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন হলের গণরুমে বসবাসকারী শিক্ষার্থীরা।

দুপুর একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে থেকে তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে আসলে ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন তারা।

সাংবাদিকতা বিভাগের প্রতিবাদ :

নাচে-গানে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নারী শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা এই শৈল্পিক প্রতিবাদ জানায়। এসময় উপস্থিত ছিলেন গীতি-আরা-নাসরিন, মারজিয়া রাহমানসহ বিভাগের বেশ কয়েকজন শিক্ষক।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধর্ষক,ফাঁসি,ঢাবি শিক্ষার্থী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close