reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০১৯

ডাকসু নির্বাচনে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ নির্ধারণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে।

অনার্স, মাস্টার্সের পাশাপাশি নিয়মিত এমফিলের শিক্ষার্থীরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে ৩০ বছরের ওপরে কেউ ভোটার ও প্রার্থী হতে পারবেন না বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ ঘোষণা দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামউজ্জামান।

সিন্ডিকেট সভায় আরো সিদ্ধান্ত হয়, সান্ধ্যকালীনসহ বিভিন্ন কোর্সে যারা অধ্যয়নরত তারা ভোটার ও প্রার্থী হতে পারবেন না। প্রত্যেক হলে ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

সিন্ডিকেট সভায় ডাকসুর গঠণতন্ত্র, আচরণবিধি প্রণয়ন, ভোটার তালিকার বিষয়ে বিভিন্ন অভিমত দিয়েছেন সংগঠনের নেতারা।

দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। এ লক্ষ্যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কয়েক দফায় আলোচনা সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডাকসু নির্বাচন,প্রার্থীর বয়স,সিন্ডিকেট সভা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close