ইবি প্রতিনিধি

  ২৭ অক্টোবর, ২০১৮

আর্থিক সহায়তা নিয়ে অসহায়ের পাশে ইবি ছাত্রলীগ

চক্ষু রোগে আক্রান্ত এক অসহায়ের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রেসকর্নারে আনুষ্ঠানিকভাবে তার চোখের চিকিৎসার জন্য ৬ হাজার টাকা প্রদান করা হয়। অসহায় ওই ব্যক্তির নাম ইউসুফ আলী জোয়ার্দ্দার (৬৫)। তার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পশ্চিম চারাখালি গ্রামে। শাখা ছাত্রলীগ সূত্র জানায়, ইউসুফ আলী দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। দারিদ্রতার কারনে তিনি চোখের উন্নত চিকিৎসা করাতে অক্ষম। এ কারণে শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন সাহায্য পাওয়ার আশায়। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দীকি আরাফাত বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতেই বিভিন্ন হল থেকে টাকা উত্তোলন করেন।

শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রেসকর্নারে তার চোখের চিকিৎস্বার্থে ৬ হাজার ১ শ’ ১ টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ফেরদাউসুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, তাসনিম আবির, তানজীলুর রহমান, বিপুল, আদিত প্রমুখ। এ বিষয়ে ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দীকি আরাফাত বলেন, ‘বৃদ্ধ ওই চাচার খবর পেয়ে কেউ একজন আমার কর্মীদেরকে জানায়। তারা বিভিন্ন হল থেকে টাকা তুলে তার চোখের চিকিৎসার জন্য ওই টাকা দেয়। সাধারণ শিক্ষার্থী ও অসহায়ের পাশে ইবি ছাত্রলীগ সবসময় নিবেদিত।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আর্থিক সহায়তা,অসহায়,ইবি,ছাত্রলীগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close