রাবি প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৮

‘ডিজিটাল নিরাপত্তা আইন মুক্তচিন্তা চর্চার প্রধান অন্তরায়’

সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের মুক্তচিন্তা চর্চার প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

বুধবার বেলা ১১ টার দিকে রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচি থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ‘মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার সঙ্গে সাংঘর্ষিক’ ধারাসমূহ বাতিলের দাবি জানানো হয়।

আব্দুল্লাহ আল মামুন বলেন, বিভিন্ন মানবাধিকার ও সাংবাদিক সংগঠন থেকে শুরু করে যারা স্বাধীন মতপ্রকাশে বিশ্বাস করে, যারা মনে করে সাংবাদিকতার পথ আরও উন্মুক্ত হোক, তাদের আপত্তিকে উপেক্ষা করে সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করা হয়েছে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় সবসময় একটা মুক্ত অঙ্গণ হয়ে উঠুক। আমরা যে জ্ঞানচর্চা করি তার জন্য একটা মুক্ত পরিবেশ থাকা দরকার। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কিছু ধারা মুক্তচিন্তা ও জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাড়াবে। এই আইন ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠির নিজেদের স্বার্থ হাসিল করা সুযোগ রয়েছে। বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে বিভাগের শিক্ষক প্রদীপ কুমার পাণ্ডে, মশিহুর রহমান, কাজী মামুন হায়দার, মাহাবুর রহমান, আব্দুল্লাহীল বাকীসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিজিটাল,নিরাপত্তা,আইন,অন্তরায়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close