তহিদুল ইসলাম, জাবি

  ১৭ জুলাই, ২০১৮

জাবিতে গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদে সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উদ্বোধনী ভাষণে উপাচার্য অনুষদের শিক্ষকদের দেশ, সমাজ ও বৃহত্তর জনগোষ্ঠির কল্যাণে গবেষণা করার আহ্বান জানান।

অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালকসহ অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সেশনে অনুষদভুক্ত শিক্ষকরা ৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জাবি,গবেষণা প্রকল্প
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist