reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০১৮

পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে অন্যদের প্রবেশ নিষেধ

আসন্ন উচ্চমাধ্যমিক সাটিফিকেট বা এইচএসসি পরীক্ষা চলাচকালীন পরীক্ষার্থী ও পরীক্ষা সংশিষ্টরা বাদে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে অন্যদের ঢোকার উপর নিষেষাজ্ঞা দিয়েছে পুলিশ। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়। এতে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষার লক্ষ্যে পুলিশ কমিমনার মো. আছাদুজ্জামান মিয়া কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই আদেশ পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী সোমবার সারাদেশে এক যোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার ২ হাজার ৫৪১টি কেন্দ্রে ৮ হাজার ৯৪৩টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রবেশ নিষেধ,২০০ গজের মধ্যে,পরীক্ষা কেন্দ্র
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist