reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুন, ২০১৯

সীতাকুণ্ড-গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট কুমিরা এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের ২ সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে ছোট কুমিরা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ঢাকাগামী একটি প্রাইভেটকারে ডাকাতির সময় র‌্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও কয়েকটি ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর নদীবন্দর এলাকায় আরেক বন্দুকযুদ্ধে ইসমাইল হোসেন (৪০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। তিনি ফরিদপুর জেলার চাঁদ হাট এলাকার রাশেদ মোল্লার ছেলে।

ইসমাইলের বিরুদ্ধে ঢাকার বনানী থানায় ১৪টি, গোপালগঞ্জ থানায় ১টি এবং ফরিদপুরের নগরকান্দা থানায় ২টি মাদক মামলা আছে বলে জানান র‌্যাবের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান।

তিনি জানান, টঙ্গীর নদীবন্দর এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে র‌্যাবের টহল টিম সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে শীর্ষ মাদক কারবারি ইসমাইল গুলিবিদ্ধ হয় ও বাকিরা পালিয়ে যায়। এ সময় দুজন র‌্যাব সদস্য আহত হন।

পরে গুলিবিদ্ধ ইসমাইলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১টি রিভলভার, ২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্দুকযুদ্ধ,র‌্যাব,ডাকাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close