reporterঅনলাইন ডেস্ক
  ২৯ এপ্রিল, ২০১৯

ঘিরে রাখা বাড়িতে কমান্ডো অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে কমান্ডো অভিযান চালাচ্ছে র‌্যাব। এ ছাড়া ওই বাড়িতে অবস্থানরত মসজিদের ইমাম ও বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি বসিলার মেট্রো হাউজিং এলাকার একটি টিনসেড বাড়ি জঙ্গিরা অবস্থান করছে। ভোরে ওই বাড়িটি ঘিরে ফেলা হয়। পরে আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

তিনি আরো বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেরত থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ভোর পৌনে ৫টার দিকে ওই বাসা থেকে বেশ বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে বাড়িটির টিনের চাল উডে গেছে।

তিনি বলেন, সেখানে একাধিক ব্যক্তি অবস্থান করছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। ওই বাড়ি থেকে দুই দফা বিস্ফোরণ হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পৌঁছানোর কমান্ড অভিযান শুরু হয়েছে। ওই বাড়ি থেকে আর কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমান্ড অভিযান,জঙ্গি আস্তানা,বছিলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close