reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের চুক্তি 

ছবি : প্রতিদিনের সংবাদ

সিনেমা হলগুলো সংস্কার ও আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মানের উদ্দেশ্যে সিনেমা হল মালিকদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ/বিনিয়োগ প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন স্কীম গঠন করা হয়।

এই স্কীমের আওতায় ঋণ কার্যক্রম পরিচালনা করার জন্য ২১ সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের সাথে অগ্রণী ব্যাংক লিমিটেড এর Participation Agreement স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এর পরিচালক মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এ কে, এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর পর্যবেক্ষক মো. আওলাদ হোসেন চৌধুরী, অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং ক্রেডিট পলিসি ডিভিশনের প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদার।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যুগ্ম-পরিচালক মো. লুৎফুল হায়দার পাশা, যুগ্ম-পরিচালক এস. এম. খালেদ আব্দুল্লাহ্, অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার , ফরিদ আহমেদসহ উভয় পক্ষের কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অগ্রণী ব্যাংক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close