শেখ আলমগীর হোসেন

  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

আধুনিক নারী

নারী তোমার শত ক্ষোভ

টাকার প্রতি যত লোভ

টাকা কি দেয় শান্তি তোমার?

যতই কর আমার আমার।

ভালবাসনা শ্বশুর, শাশুড়ি

ভাসুর, ননদ, দেবর,

সদা তুমি ব্যস্ত থাক

নিতে বাপের বাড়ির খবর।

তোমার কাছে চায়না কেউ

দামী খাবার, গয়না,

আপন মানুষ আশা করে

ভালবাসার বায়না।

স্বার্থন্বেষী মানুষ তুমি

ভাবনা অন্য কিছু।

কোন কিছু লাগেনা ভালো

থাকো স্বামীর পিছু

স্বামী তোমার সব কিছু

ভাবলেনা সে আসলো কোথা থেকে

তারও কিন্তু বাবা-মা পরিবার আছে

যেমনটি তোমার থাকে।

তুমি বড্ড খুশি হও

তোমার পরিবারের কেউ এলে

উল্টো চেহারা দেখাও তুমি

স্বামীর বাড়ির কাউকে পেলে।

সারা জীবন যারা বড় করল

তাদেরকে করে দাও পর।

সংসারের রাজত্ব হাতে নিয়ে

সবকিছুতে তোমার ঝড়।

বাবা-মাকে টাকা দিলে

কর শুধু ঝগড়া

প্রতিবাদ করতে গেলে

লাগিয়ে দাও বাগড়া।

একবার তোমার ভাবা উচিৎ

পেয়েছ যে রাজকুমার

তাকে কত কষ্ট করে বড় করেছে

শ্বশুর, শাশুড়ি তোমার

নামাজ পড়, রোজা রাখো

আধুনিকতায় হিজাব পড়ো

যদিও বুকে রাখনা না ওড়না

শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে

আধুনিক ইসলাম পালন করে

জান্নাত পাওয়া সোজা না

স্বামী তোমার শিক্ষিত

তাই কিছু বলে না লজ্জার ভয়ে

সম্মানের দিকে তাকিয়ে শুধু

তোমার নির্যাতন যায় সহে

নারী নির্যাতনের আইন দেখিয়ে

করে যাও যত অঘটন

পুরুষ নির্যাতন আইনের অভাবে

নিরবে দিয়ে যায় তোমার সমর্থন।

তুমিও একদিন মা হয়ে বুঝবে সেদিন কী করেছো

দুনিয়াতে শাস্তি পাবে

সন্তানের মার খেয়ে মরছো।

শেখ আলমগীর হোসেন : সহকারী অধ্যাপক

ফিন্যান্স বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেখ আলমগীর হোসেন,আধুনিক নারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist