reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০২২

পিছিয়ে গেল কলকাতা বইমেলা

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় জনসমাগম। ছবি : সংগৃহীত

প্রায় একমাস পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আগামী ৩১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও, ২৮ ফেব্রুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হবে বইমেলা৷

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড৷

প্রথমে ঘোষিত সূচি অনুযায়ী, ৩১ জানুয়ারি শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলার কথা ছিল৷ তবে নতুন সূচি অনুযায়ী বইমেলা কতদিন চলবে, তা এখনো ঠিক হয়নি। প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বইমেলায় একাধিক সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল৷ কাগজের টিকিটের বদলে মেলায় প্রবেশের জন্য ই-পাস দেওয়া হবে বলে জানিয়েছিল আয়োজকরা৷ এ বছর বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ৷

পশ্চিমবঙ্গের বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে বইমেলা নিয়ে গত কয়েকদিন ধরেই জনমনে প্রশ্ন উঠছিল। তাছাড়া একই কারণে স্থগিত রয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। পাশাপাশি গঙ্গাসাগর মেলা নিয়েও তৈরি হয়েছিল আইনি জটিলতা।

যদিও, রাজ্য থেকে জারি করা সর্বশেষ বিধিনিষেধে খোলামেলা পরিবেশে মেলার আয়োজনের ছাড়পত্র দেওয়া হয়েছিল৷ তবে বইমেলায় বিপুল জনসমাগম হয়, তাই মেলা পিছিয়ে দেওয়াকেই শ্রেয় মনে করছে রাজ্য প্রশাসন৷ সূত্র : নিউজ১৮

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা পরিস্থিতি,কলকাতা,বইমেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close