reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

বেঙ্গল শিল্পালয়ে চলছে ৫ সপ্তাহব্যাপী জামদানী উৎসব

রাজধানীতে চলছে পাঁচ সপ্তাহের জামদানী উৎসব। ধানমন্ডি ২৭ নম্বরের বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এ উৎসব শেষ হবে ১২ অক্টোবর। উৎসবটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন।

গত ৬ সেপ্টেম্বর বেঙ্গল শিল্পালয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানা যাবে www.jamdanifestival.com ওয়েবসাইটে। প্রদর্শনীতে আড়ং, অনন্যা, কুমুদীনি হ্যান্ডিক্রাফটসসহ দেশের স্বনামধন্য পাঁচটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উৎসবে প্রদর্শনীর জন্য আনা হয়েছে জামদানী কারিগরদের উত্তরাধীকারদের মাধ্যমে নতুন করে তৈরি জামদানী শাড়ি। এক্ষেত্রে ঐহিত্যবাহী জামদানী সংগ্রহ করে, সেভাবেই কাজ করা হয়েছে।

প্রদর্শনীর জন্য এভাবে তৈরি ৮০টি শাড়ির জন্য সময় লেগেছে ৬৪০ সপ্তাহ। ৪৫ জন ওস্তাদ তাঁতী ও ৫৬ জন সাগরেদ তাঁতী কাজ করেছেন। তবে প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩০টি শিল্পকর্ম।

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। তবে রোববার থাকবে সাপ্তাহিক ছুটি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামদানী ‍উৎসব,বেঙ্গল শিল্পালয়,জামদানী শাড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close