reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৮

শিল্পকলায় রাধারমণ সংগীত উৎসব

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাধারমণ সংগীত উৎসব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে আজ বৃহস্পতিবার থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য এই সঙ্গীতাসর।

বৃহস্পতিবার বিকালে আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।

এ সময় আনুষ্ঠানিকভাবে আসরের উদ্বোধন করবেন শ্রীহট্টের আঞ্চলিক গান ও রাধারমণ সঙ্গীতের প্রবীণ শিল্পী হিমাংশু বিশ্বাস।

উক্ত অনুষ্ঠানে দুই প্রবীণ শিল্পী শাহ মো. ছুরত মিয়া ও হিমাংশু বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানা গেছে। এই নিয়ে ৮ম বারের মতো এই আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজনে বাউল, কীর্তন, দেহতত্ত্ব, ধামাইল ও ভাটিয়ালী গান পরিবেশিত হবে।

ঢাকা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, নবীগঞ্জ ও জগন্নাথপুরের শিল্পীরা অংশ নেবেন। সংস্কৃতি মন্ত্রণালয়, সোনালী ব্যাংক লি. ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সৌজন্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠান উদযাপন করছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাধারমণ,সংগীত উৎসব,শিল্পকলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close