কাঞ্চন বিধু

  ০৩ ফেব্রুয়ারি, ২০১৮

স্থবির সময়ের গল্প ‘তোমারে চিনি না আমি’

একুশে বইমেলায় এলো কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদের উপন্যাস 'তোমারে চিনি না আমি'। প্রকাশ করেছে আদর্শ। মেলায় ৩২৬, ৩২৭, ৩২৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ২০৮ পৃষ্ঠার উপন্যাসটির দাম রাখা হয়েছে ৩৮০ টাকা। মেলায় ২৫% ছাড়ে এবং রকমারিতে ২৭% ছাড়ে বিক্রি হচ্ছে ২৭৭ টাকায়।


মাহবুব মোর্শেদের গল্প সবসময়ই আকর্ষক, স্বাগত জানাবার জন্য প্রস্তুত। গদ্য সহজ, কিন্তু দ্ব্যর্থকতায় ভরপুর—ইশারা আর পরিহাসে ঠাসা


লেখক জানিয়েছেন, এটি প্রজন্মের গল্প। কবিতা, প্রেম ও বিপ্লব ঘিরে জমে উঠেছে এর কাহিনি। পাশের মানুষ—এমনকি কাছের মানুষটিকে চিনতে পারছি না আমরা। শেষ পর্যন্ত চিনতে পারছি না নিজেকেও। কেউ কাউকে চিনতে দিচ্ছি না। সর্বত্র যেন অলঙ্ঘনীয় দেয়াল, অমোচনীয় নিষ্ক্রিয়তা। হন্য হয়ে খুঁজে ফিরছি প্রেম; সে প্রেম হয়তো ধরাছোঁয়ার মধ্যেই আছে—একটু মমতা দিয়ে বুঝে নিতে পারছি না। লিখতে চাইছি কবিতা—কিন্তু সেই প্রগাঢ় অভিবিবেশ নেই জীবনে। উপমা ও উৎপ্রেক্ষার পেছনে একটা নীরব বিকেল খরচ করার সময়টুকুও নেই। বিপ্লব প্রয়োজন—কিন্তু নেই ঘুরে দাঁড়াবার স্পর্ধা ও সাহস। জীবনকে বিপন্ন করার দীক্ষা নেই, নেই বেরিয়ে পড়ার শক্ত প্ররোচনা।

'তোমারে চিনি না আমি' এক স্থবির সময়ের গল্প। আত্মআবিষ্কারের বেদনাদায়ক দলিল। উত্তর বাংলার এক বিশ্ববিদ্যালয় শহরে শুরু হয়ে এ উপন্যাস প্রদক্ষিণ করে এসেছে একটি প্রজন্মের মানসপট। একাধারে এ গল্প ব্যক্তি মানুষের এবং নৈর্ব্যক্তিক ইতিহাস।

মাহবুব মোর্শেদের প্রথম উপন্যাস 'ফেস বাই ফেস'। 'ব্যক্তিগত বসন্তদিন' ও 'দেহ'—গ্রন্থের গল্পগুলোর মতো 'ফেস বাই ফেস' ও 'অর্ধেক জাগ্রত রেখে' উপন্যাসে পাঠক খুঁজে পেয়েছেন অতিপরিচিত পরিপা‍র্শ্বের অচেনা বিবরণ। পরিচিত ঘটনাবলি তার গল্পে আসে নতুন আবিষ্কার, চমক আর বুননে সজ্জিত হয়ে। স্বতঃস্ফূর্ত গল্পের জগৎ হয়ে ওঠে রহস্যময়। মাহবুবের গল্প সবসময়ই আকর্ষক, স্বাগত জানাবার জন্য প্রস্তুত। গদ্য সহজ, কিন্তু দ্ব্যর্থকতায় ভরপুর—ইশারা আর পরিহাসে ঠাসা।

পিডিএসও/মীর হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist