reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০১৯

সেলফি তুললে ৬ মাসের জেল!

জরিমানা কোটি টাকা

কারো অসম্মতিতে বা কাউকে না জানিয়ে সেলফি তুললে যেতে হবে জেলে। সেইসঙ্গে জরিমানা হিসেবে দিতে হবে বাংলাদেশি মুদ্রায় কোটি টাকার বেশি। এমন আইন করেছে সংযুক্ত আরব আমিরাত।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো বিয়ে বাড়িতে বা প্রাইভেট পার্টিতে নিজের ইচ্ছেমতো সেলফি তুলছেন। এজন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে। জেল এবং জরিমানা হতে পারে।

খবরে বলা হয়েছে, নিজে বা নিজেরা সেলফি তুলছেন কিন্তু সেই সেলফিতে অপরিচিতজনের ছবি চলে এসেছে, যা গোপনীয়তা লঙ্ঘনের অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য ছয় মাসের জেল এবং বাংলাদেশি টাকায় জরিমানা দিতে হবে এক কোটি টাকার ওপরে।

দেশটির এক আইনজীবী নওরা সালেহ আল হাজরি বলেন, ‘গত তিন বছরে বিয়ে এবং প্রাইভেট পার্টিতে ‘ছবি তোলাসম্পর্কিত’ মামলার পরিমাণ অনেক বেড়েছে।’ এর আগে অতিরিক্ত সেলফি তোলাকে মানসিক রোগ হিসেবে আখ্যায়িত করেছিল একদল গবেষক।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেলফি,জরিমানা,আরব আমিরাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close