নিজস্ব প্রতিবেদক

  ১৭ জুলাই, ২০১৯

এফবিসিসিআইয়ের রফতানি বাড়ার আশা

কলকাতায় অনুষ্ঠিত দুই দিনের ‘সিডব্লিউবিটিএ ইস্টার্ন ইন্ডিয়া ট্রেড সামিট ২০১৯’-এর মাধ্যমে ভারতের রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্যের রফতানি আরো বাড়বে বলে আশা করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস আয়োজিত ১৫ থেকে ১৬ জুলাই অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নিয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সম্মেলন উদ্বোধন শেষে উপস্থাপিত প্রবন্ধে এফবিসিসিআই সভাপতি বলেন, ২০১৭-১৮ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

সিডব্লিউবিটিএর যেহেতু ১০ লাখেরও বেশি ব্যবসায়ী সদস্য রয়েছেন তাই এ সম্মেলনের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে এবং সার্ক, বিবিআইএন এবং বিমসটেক সদস্যভুক্ত দেশগুলোতে বাংলাদেশি পণ্যের রফতানি বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছে এফবিসিসিআই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close