নিজস্ব প্রতিবেদক

  ০৪ জুলাই, ২০১৯

ঋণের টাকা ফেরত দিচ্ছেন না অনেক ব্যাংকমালিক

অভিযোগ ড. আতিউরের

তথাকথিত বেসরকারি খাতের ব্যাংক মালিকরা ঋণ নিয়ে তা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, তারা আদালতে রিট করে ব্যাংকের টাকা আটকে রেখেছেন। গতকাল বুধবার রাজধানীর বাংলামোটরে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন-সমুন্বয়ের প্রধান কার্যালয় ২০১৯-২০ অর্থবছরের বাজেট-পরবর্তী এক সংলাপে তিনি এসব কথা বলেন।

ড. আতিউর রহমান বলেন, ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি খেলাপি হয়েছে বাণিজ্যিক বিনিয়োগে। খেলাপির প্রায় ২৮ শতাংশই ট্রেড ফাইন্যান্সের অবদান। এগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

তিনি উল্লেখ করেন, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ এখন চিহ্নিত। সেটা কমাতে কাজ করে যাচ্ছে সরকার। তবে মূল্যস্ফীতির বোতলজাত এই জিন পরে যেন বাইরে বেরিয়ে না আসে, সেদিকে নজর দিতে হবে।

তিনি আরো বলেন, মূল্যস্ফীতি কমানোর দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নয়, এটি কমাতে দেশের সবাইকে একহয়ে কাজ করতে হবে। বাজেট বিষয়ে আতিউর রহমান বলেন, এবারের বাজেটে আর্থিক খাতের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী। তবে এগুলো বাস্তবায়ন করতে সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close