নিজস্ব প্রতিবেদক

  ২২ মে, ২০১৮

রেলওয়ের উন্নয়নে জোর দেওয়ার আহ্বান

রেলওয়ে খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে এ খাতের উন্নয়নের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে এফবিসিসিআইয়ের মিনিস্ট্রি অব রেলওয়ে-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় এ আহ্বান জানানো হয়। এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, দেশের চলমান ব্যাপক উন্নয়ন কর্মকা-ের পরিপ্রেক্ষিতে পরিবহন খাতের গুরুত্ব বেড়ে যাওয়ায় রেল খাতের দক্ষতা আরো বৃদ্ধি এবং পণ্যবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরি। এ ছাড়া ঢাকার কমলাপুরে অবস্থিত ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) কার্যক্রম বাড়ানো প্রয়োজন। সভায় বক্তারা চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনের গুরুত্ব অনুধাবন করে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং প্রতি ট্রেনে পণ্য পরিবহনের জন্য অতিরিক্ত কম্পার্টমেন্ট সংযোজনের দাবি জানান এবং চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল বন্দরের গুরুত্ব অনুযায়ী সংযোগকারী রেললাইন এবং রেলসেবা উন্নয়নে আহ্বান জানান। এ ছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দ ঢাকা-চট্টগ্রাম রেলরুটে বুলেট ট্রেন চালুর সরকারি সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist