খাগড়াছড়ি প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৭

আধিপত্য বিস্তারের জের

ইউপিডিএফের হামলায় জেএসএসের ৬ কর্মী আহত

খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত খীসা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) হামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) সমর্থিত পিসিপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে এমএন লারমা-পিসিপি কলেজ শাখার সহসভাপতি রণজিৎ চাকমা, দীঘিনালা উপজেলা পিসিপির সাংগঠনিক সম্পাদক অমর বিকাশ চাকমাসহ ছয়জন আহত হয়েছেন। দীঘিনালা যুবসমিতির সাধারণ সম্পাদক জ্ঞান চাকমা জানান, বিনা উসকানিতে সকালে কলেজ ক্যাম্পাসে (ইউপিডিএফ প্রসিত খীসা) সমর্থিত ১০-১২ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে জেএসএস, (এমএন লারমা সমর্থিত) পিসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে। আহতদের মধ্যে রণজিৎ চাকমা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, অমর বিকাশ চাকমা নামে একজন খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং বাকি চারজন দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দিন ভূঁইয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে জেএসএস, এমএন লারমাপন্থিদের ওপর প্রতিপক্ষ ইউপিডিএফের সমর্থকরা হামলা করেছেন। এদিকে, হামলার প্রতিবাদে বিকেল ৪টায় মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের শাপলা চত্বরে এসে সমাবেশ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) সমর্থিত পিসিপির নেতাকর্মীরা। এ সময় ইউপিডিএফ প্রসিত খীসা সমর্থিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি চাওয়া হয়। উল্লেখ্য, ইউপিডিএফের অন্তঃকোন্দলের জেরে গত ১৫ নভেম্বর ইউপিডিএফ বর্মা নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে ইউপিডিএফ প্রসিত খীসা সমর্থিতরা নিজেদের আধিপত্য ধরে রাখতে নতুন আত্ম প্রকাশ করা ছাত্র সংগঠনটির ওপর হামলা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist