প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ জুন, ২০১৭

ফরমায়েশি নিউজ করানোর কারণে মন্ত্রী বরখাস্ত

ভারতে মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী নরোত্তম মিশ্রকে বরখাস্ত করেছেন নির্বাচন কমিশন। নিজ এলাকার ভোটারদের প্রভাবিত করার জন্য বিভিন্ন সংবাদপত্রকে দিয়ে ফরমায়েশি খবর করানোর দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া। নরোত্তম মধ্যপ্রদেশের জনসংযোগ মন্ত্রীও ছিলেন। সেই সুবাদে গণমাধ্যমের সঙ্গে তার বেশ দোস্তি রয়েছে।

কমিশনের এক পদস্থ কর্মকর্তা গতকাল শনিবার জানিয়েছেন, মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজেন্দ্র ভারতী ২০১২ সালে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন, ২০০৮ সালের বিধানসভা ভোটের আগে বিভিন্ন সংবাদপত্রকে দিয়ে নরোত্তম মিশ্র পেড নিউজ (ফরায়েশি খবর) করিয়েছিলেন। সেই অভিযোগ পাওয়ার পর কমিশন নিরপেক্ষ তদন্ত চালায়। তাতে ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। দেখা গিয়েছে, নরোত্তম তার নির্বাচনী ব্যয়-বরাদ্দের টাকায় ভোটারদের কাছে তার ভাবমূর্তি বাড়াতে ৪২টি সংবাদপত্রকে দিয়ে পেড নিউজ করিয়েছিলেন, ২০০৮ সালের ৮ থেকে ২৭ নভেম্বরের মধ্যে। তার প্রেক্ষিতে ২০১৩ সালে নরোত্তমকে শোকজ নোটিস করে কমিশন। শুনানি হয়, খতিয়ে দেখা হয় যাবতীয় তথ্যপ্রমাণ, নথিপত্র। তার ভিত্তিতেই নরোত্তমকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নরোত্তম অবশ্য এর আগে নির্বাচন কমিশনের তদন্ত বন্ধ করার জন্য মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, গিয়েছিলেন সুপ্রিম কোর্টেও। কিন্তু আদালতে তার আবেদন খারিজ হয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist