ময়মনসিংহ প্রতিনিধি

  ১৪ আগস্ট, ২০২০

শোক সংবাদ

ময়মনসিংহে আনিসুর রহমান খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আনিসুর রহমান খানের জানাজায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধার্ঘ্য এবং রাষ্ট্রীয় মর্যাদা শেষে নগরীর গুলকীবাড়ি কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জানাজার আগে এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করা হয়। জানাজা শেষে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান খানের কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু , সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, নাজিম উদ্দিন আহমেদ, মনিরা সুলতানা মনি এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি এহতেশামুল আলম, জেলা নাগরিক আন্দোলনের পক্ষে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের পক্ষে আহ্বায়ক ড. মো. সিরাজুল ইসলাম, জেলা জাসদের পক্ষে অ্যাডভোকেট সাদিক হোসেন, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত প্রমুখ।

অ্যাডভোকেট মো. আনিসুর রহমান খান (৮৫) গত বুধবার বিকাল ৫টায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালের তিনি স্ত্রী, ৫ ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close