কক্সবাজার প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০২০

সিনহা হত্যা : কারা ফটকে ৪ আসামিকে জিজ্ঞাসাবাদ

কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‌্যাবের তদন্ত দল। গতকাল শনিবার দুপুর ২টার পর থেকে এ মামলার চার আসামিকে আদালতের আদেশ অনুযায়ী কক্সবাজার জেলা কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করে বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান। এদের দুই দিন জিজ্ঞাসাবাদ করা হবে।

অপরদিকে, সাত দিন করে রিমান্ড মঞ্জুর হওয়া অপর তিন আসামি টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ এবং এসআই নন্দলাল রক্ষিতকে আজ রোববার র‌্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান র‌্যাবের এ উপ-অধিনায়ক। মেজর মেহেদী হাসান বলেন, গতকাল শনিবার দুপুর থেকে এ চারজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের আগামীকালও (আজ রোববার) জিজ্ঞাসাবাদ করা হবে। ‘মামলার তদন্তকারী কর্মকর্তা ও তদন্ত দলের সদস্যরা এ চার আসামিকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার ‘ক্লু’ উদ্ঘাটনের চেষ্টা করা হবে।’ এদিকে, কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেনও নিশ্চিত করেছেন সিনহা হত্যা মামলার চারজন আসামিকে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোকাম্মেল বলেন, ‘গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত থেকে সিনহা হত্যা মামলার এই সাত আসামির ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র জেলা কারাগারে পৌঁছান। এরপরই কারাফটকে র‌্যাবের তদন্তদলের সদস্যরা চারজন আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।’ এ ছাড়া আজ রোববার সাত দিনের রিমান্ডের আদেশপ্রাপ্ত তিন আসামিকে র‌্যাব হেফাজতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার তথ্যও জানান এ জেল সুপার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close