রংপুর ব্যুরো

  ০৯ জুলাই, ২০২০

রসিক বাজেট নিয়েনাগরিক কমিটির অনলাইন সভা

বিশ^ব্যাপী এই অতি মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ফলে সৃষ্ট সংকট প্রতিরোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ, পেশাজীবী ও সাধারণ মানুষের কার্যকর যোগাযোগ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি বলে প্রতীয়মান হয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর করোনা সংকট মোকাবিলার বিরাজমান ঝুঁকি বিবেচনায় রেখে রংপুর সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থবছরে জন্য জনবান্ধব এবং কার্যকর বাজেট প্রত্যাশা করে। আর প্রত্যাশা নিয়ে সনাক, রংপুর সিটি করপোরেশনের বাজেট চূড়ান্তকরণের আগে নাগরিক সমাজের প্রত্যাশা ও মতামত গ্রহণের জন্য রংপুর সিটি করপোরেশনকে (রসিক) যুক্ত এ জুম ওয়েবিনার গতকাল বুধবার বেলা ১১টায় শুরু হয়ে দুই ঘণ্টাব্যাপী এক অনলাইন সভা আয়োজন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close