কলকাতা প্রতিনিধি

  ০৫ জুন, ২০২০

ভারতে করোনা আক্রান্ত সোয়া ২ লাখ

ভারতের সরকারি হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন। এখনো পর্যন্ত এক দিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৬ হাজার ৯১৯। এ তথ্য গতকাল বৃহস্পতিবার জানানো হয়। উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধিতেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হিসাবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬০ জনের। এ নিয়ে সারা দেশে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৫ জনের। এরমধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২ হাজার ৫৮৭ জনের। মৃতের সংখ্যার নিরিখে এরপর রয়েছে গুজরাট, দিল্লি, মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ুর মতো রাজ্য। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র বরাবরই শীর্ষে। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮৬০ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, আসামের মতো রাজ্য।

পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫০৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হিসাবে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৪৫ জনের। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের হিসাবে ২৭৩ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত কিন্তু অন্য কারণে অর্থাৎ কোমর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের।

করোনা আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। আপাতত হোম কোয়ারান্টিনে রয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close