মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম ব্যুারো

  ১২ এপ্রিল, ২০২০

চট্টগ্রামে করোনা

আরো ২ রোগী শনাক্ত চলছে ল্যাব স্থাপনের কাজ

চট্টগ্রাম নগরীতে আরো দুই করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ছয়জন ও সীতাকু- উপজেলায় একজন রোগী শনাক্ত হলো। নতুনভাবে আক্রান্তদের দুটি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির প্রতিদিনের সংবাদকে জানান, চট্টগ্রামে করোনাভাইরাস ৯৪ জনের পরীক্ষায় দুজনের পজেটিভ এসেছে। এ নিয়ে চট্টগ্রামে ৫০৮ জনের পরীক্ষায় সাতজনের পজেটিভ এসেছে। নতুন শনাক্ত হওয়া দুজনই ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনাক্ত হওয়া রোগীর একজনের বাড়ি নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার শিববাড়ী লেইন ও অপরজন আকবর শাহ থানার ইস্পাহানি গোলচত্বর এলাকার বাসিন্দা। আক্রান্ত দুজনই পুরুষ এবং পেশায় ব্যবসায়ী। একজনের বয়স ৩৫ বছর ও অন্যজনের বয়স ৫৩ বছর বলে জানা গেছে। এদিকে চট্টগ্রাম জেলায় ১৩ জন আইসোলেশনে রয়েছেন বলে গতকাল শনিবার দুপুরে প্রতিদিনের সংবাদকে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে ১৩৬ জন রয়েছেন বলে জানা তিনি। করোনাভাইরাস পরীক্ষার চট্টগ্রাম মেডিকেল কলেজে ল্যাব স্থাপনের বিষয়ে প্রতিদিনের সংবাদকে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শামীম হাসান জানান, ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে ই-মেইলে ল্যাবের নকশা পাঠানো হয়েছে। সে অনুযায়ী ল্যাব স্থাপনের কাজ করা হছে। সবকিছু বন্ধ থাকার কারণে আমাদের কাজ করতেও কষ্ট হচ্ছে। তবুও প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কাজ শেষ করতে আরো তিন থেকে চার দিন সময় লাগবে। আমাদের জন্য মেশিন প্রস্তুত রয়েছে বলে ঢাকা থেকে জানানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ করোনাভাইরাস পরীক্ষায় পলিমার চেইন রি-অ্যাকশন ল্যাবে পরীক্ষার জন্য চিকিৎসক ও ল্যাব টেকনোলজিস্ট প্রস্তুত রয়েছে প্রতিদিনের সংবাদকে জানান মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. আবুল কালাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close