চট্টগ্রাম ব্যুরো

  ১৩ ফেব্রুয়ারি, ২০২০

চট্টগ্রাম বন্দরের পণ্য পাচার গ্রেফতার ৮

চট্টগ্রাম বন্দর থেকে মালামাল পাচারে সক্রিয় একটি অপরাধী চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই চক্রের সদস্যরা কাভার্ডভ্যানে করে বন্দর থেকে মালামাল নিয়ে কারখানার উদ্দেশে রওনা দেয়। কিন্তু কারখানায় না নিয়ে সেগুলো আত্মসাৎ করে বিক্রি করে দেয় বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার সকাল পর্যন্ত দুই দিন ধরে চট্টগ্রাম নগরী, ঢাকা, কক্সবাজার ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের কথা জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. জাহেদুল ইসলাম। গ্রেফতার হওয়া আটজন হলেন কাভার্ডভ্যান চালক মামুন মিয়া (২৬), চক্রের সদস্য আমজাদ হোসেন (২১), আবছার উদ্দিন রাব্বি (১৯), নাজমুল হক (৩৪), মো. ইলিয়াস (৪০), আফজাল হোসেন (২৬), কবির হোসেন (৩০) ও হোসাইন আল মাকসুদ সনেট (৩৬)। তাদের কাছ থেকে আত্মসাৎ করে বিক্রি করে দেওয়া প্রায় ৩০ লাখ টাকার ১ হাজার ৯৮০টি পলিস্টার সুতার ববিন ও ৩৩০টি কাগজের খালি কার্টন উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close