নিজস্ব প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০২০

শাহ সুফি এম এ আউয়াল চিশতির ৮১তম জন্মবার্ষিকী পালিত

হজরত শাহ সুফি ডা. এম এ আউয়াল চিশতির ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার শাহজানপুর খানকা শরিফে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সন্ধ্যায় দিলু রোডে চিশতিয়া মঞ্জিলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বর্তমান পীর মো. আবুল হাসনাত চিশতি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সৌমিত্র দেব। বক্তব্য দেন কেরানীগঞ্জ জামে মসজিদের খতিব মৌলানা জসীম উদ্দিন চিশতি।

বক্তারা বলেন, ডা. এম এ আউয়াল চিশতি একজন মানবতাবাদী ব্যক্তিত্ব ছিলেন। একসময় বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পেশা জীবনে আজীবন তিনি মানুষের সেবা করে গেছেন। ১৯৭৫ সালে তিনি খানকায়ে চিশতিয়া ও চিশতিয়া মিশন প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর বড় ছেলে মো. আবুল হাসনাত চিশতি ২০০৫ সালে খেলাফত পান। তিনি আজমীরে পীর সাহেব সৈয়দ হাসনাইন চিশতির কাছে বায়েত নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close