নিজস্ব প্রতিবেদক

  ২২ নভেম্বর, ২০১৯

পরিবহন মালিক শ্রমিকের প্রতি পুলিশের সতর্কবার্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে হুশিয়ারি বার্তা দিয়ে বলেছেন, আমাদের সন্তানরা যদি আর একবার রাস্তায় নামে তাহলে পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক কারো পিঠের চামড়া থাকবে না। গতকাল বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ ২০১৯’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। নিরাপদ সড়ক নিশ্চিতে নতুন সড়ক আইন মানার আহ্বান জানিয়ে সবাইকে সাবধান ও সতর্ক হওয়ার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আইন মেনে চলুন। এ সময় সড়ক পরিবহন আইন, সচেতনতা ও ট্রাফিক পক্ষের নানা বিষয় তুলে ধরেন তিনি। এর আগে বিপুল পরিমাণ হাইড্রোলিক হর্ন ধ্বংস করে ট্রাফিক পক্ষের উদ্বোধন করেন। ডিএমপির এই ট্রাফিক পক্ষ ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close